সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন, ১৪৩০
অনলাইন ডেস্ক।।
হাবভাবে পুরদস্তুর চিকিৎসক, গায়েও চিকিৎসকের পোশাক আর পিপিই। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে রোগীও দেখছিলেন তিনি।
রোববার (১০ মে) সকালে এমন এক দালালকে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমান আদালত। পরে তাকে কারাদণ্ড দেয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত সাগত হোসেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সামনের একটি ডায়াগনস্টিক সেন্টারের দালাল। তিনি দৌলতপুর উপজেলার নারায়ণপুরের জামিল ইসলামের ছেলে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসাহাক আলী জানান, সাগর হোসেন হাসপাতালের জরুরি বিভাগে পিপিই পরে চিকিৎসক সেজে রোগী দেখছিলেন। হাসপাতালে আগতদের প্রেসক্রিপশন লিখে নিজ পছন্দের ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার নির্দেশ দিচ্ছিলেন। বিষয়টি নজরে এলে হাসপাতাল চত্বরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
রোগী ও তাদের স্বজনরা জানান, প্রতিদিন এ হাসপাতালে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, রাজবাড়ী থেকে শত শত রোগী আসেন। এ সুযোগ কাজে লাগিয়ে হাসপাতালের গেটের সামনের ডায়াগনস্টিক সেন্টারের দালালরা প্রতারণা করছে। এ হাসপাতালে দালালদের দৌরাত্ম এখন চরমে।
জানতে চাইলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিচালক ডা. নুরুন্নাহার বেগম জানান, বিষয়টি দুঃখজনক। হাসপাতালে দালালদের আনাগোনা বন্ধে ব্যবস্থা নেয়া হবে। সূএ-ডেইলি বাংলাদেশ।