বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
Menu
Menu

দিল্লির সামরিক হাসপাতালে করোনার হানা, আক্রান্ত ২৪

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতের রাজধানী দিল্লির সেনানিবাসের একটি আর্মি হাসপাতালে ভর্তি থাকা ২৪ রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (০৫ মে) শনাক্ত হওয়া এসব ব্যক্তিদের মধ্যে বর্তমানে কর্মরত ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও রয়েছেন। নিজস্ব সূত্রের বরাতে সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে আক্রান্ত ব্যক্তিদের বেস হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।

ভারতে এখন পর্যন্ত ৪৬ হাজারেরও বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে এক হাজার ৫৬৮ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই দেশটিতে প্রায় চার হাজার মানুষের সংক্রমণ ধরা পড়েছে আর মৃত্যু হয়েছে ১৯৫ জনের।

দিল্লির আর্মি হাসপাতালে আক্রান্ত ২৪ জনের সবাই ক্যান্সার বিভাগের বলে জানিয়েছে এনডিটিভি। তবে হাসপাতালের কোনও কর্মী এই ভাইরাসে আক্রান্ত হননি।

গত মার্চ মাসে প্রথমবারের মতো ভারতের সেনাবাহিনীতে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ভাইরাস মোকাবিলায় অন্য বাহিনীগুলোর সঙ্গে সম্মিলিতভাবে কাজ করছে ভারতের সেনাবাহিনী।

জনপ্রিয়