শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

“দূর্ণীল খেয়াঘাট”

Facebook
Twitter

“দূর্ণীল খেয়াঘাট”
।।মোহাম্মদ এমরান।।

অনেকটা পথ হেটে হেটে একটু
জিরাতে বসেছিলাম জীবনের
এক দূর্ণীল খেয়া ঘাটে!

আট ইঞ্চি গদি সাঁটা কাঠের
সোফা নয় সবুজ ঘাসের
শিশির ভেজা মেঠো তটে!

এক ফালি চাঁদ উঁকি দিয়ে যায়
কিঞ্চিত আলো দিয়ে
মেঘে ঢেকে ঢেকে!

আমি দৃষ্টিতে পাইনা তোমায়
তোমার চেহারাটা আবছায়া হয়ে
ওঠে থেকে থেকে!

বিচ্ছিন্ন দ্বীপের মাল্লারা ভীড় করে
আগামীর জন্য কিছু পাথেয়
কিনে নিজে নিতে!

গোধুলি লগ্নে একে একে
নায়ে চড়ে বেদে রমনী আসে
খেতে কিছু নিয়ে যেতে হাত পেতে!

আমি নিস্তব্ধ বসে রই কেউই তো
আসেনা আমাকে তুলে নিতে
জীবনের সুনিল তরী চেপে!

আবারও তোমার মুখখানা
ভেসে উঠে মাঝির বৈঠার
আঘাতে জলের ঢেউকেলি মেপে!

জনপ্রিয়