অনলাইন ডেস্ক।।
পৃথিবীর দিকে ধেয়ে আসছে ‘সোয়ান’ নামের একটি ধূমকেতু। আজ রাতে এটিকে খালি চোখে দেখাও যাবে। তবে ঠিক কখন দেখা যাবে তা জানায়নি গবেষকরা।
সোয়ান ধূমকেতুকে প্রথম দেখা যায় মার্চের শেষদিকে। মঙ্গলবার পৃথিবী থেকে প্রায় ৭ কোটি কিলোমিটার দূরে ছিল এটি। অত্যন্ত উজ্জ্বল এই ধূমকেতুর লেজ একেবারে নীল।
চলতি মাসের শেষদিকে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একে উজ্জ্বল আকারে দেখা যাবে। তবে আজ দেশের আকাশ থেকেও এটি দেখা যাবে। সবচেয়ে ভালো হয় একেবারে ভোরে অর্থাৎ সাহরি খাওয়ার পর দেখার চেষ্টা করলে।
বর্তমানে পৃথিবী থেকে সোয়ানের দূরত্ব ৮৫,০৭১,৭৭৮ কিলোমিটার। এর আলো পৃথিবীতে আসতে সময় লাগে ৪ মিনিট ৪৩.৭৬৮৯ সেকেন্ড।