শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
Menu
Menu

বরিশালে ধানের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

Facebook
Twitter

রূপালী ডেস্ক।।
বরিশালে কৃষকের উৎপাদিত বোরো ধানের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় সরকারি ত্রাণ বিতরণে অনিয়ম দূর করা, পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালু করা এবং আর্থিক প্রণোদনায় স্বচ্ছতা রক্ষা করারও দাবি করা হয়। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বরিশাল জেলা ও মহানগর কমিটির উদ্যোগে সোমবার (১৮ মে) বেলা সাড়ে ১১টায় নগরীর টাউন হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য মোজাম্মেল হক ফিরোজ, মহানগর সদস্য জাকির হোসেন, মহানগর ছাত্র মৈত্রীর সভাপতি শামিল শাহরুক তমাল ও ছাত্র মৈত্রীর জেলা সভাপতি মিন্টু দে, শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, করোনা দুর্যোগকালীন সরকারকে একটি সমন্বয় কমিটি করার আহ্বান জানিয়েছিল ওয়ার্কার্স পার্টি। কিন্তু সরকার পক্ষ সেই প্রস্তাব গ্রহণ করা হয়নি। গতানুগতিক বাজেটের বাইরে পরিস্থিতি বিবেচনায় বিশেষ বাজেট ঘোষণা এবং সরকারের দেওয়া নগদ অর্থের প্রণোদনা কারা পাচ্ছেন, তাদের নামের তালিকা গুরুত্বপূর্ণ স্থানে ঝুলিয়ে রাখতে হবে।

জনপ্রিয়