ভাণ্ডারিয়া প্রতিনিধি।।
জাতীয় পার্টি জেপি’র চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, আমাদের ভান্ডারিয়ায় প্রধানমন্ত্রী একটি সুন্দর মডেল মসজিদ দিয়েছেন। সবাইকে নামাজ পড়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, এখন নামাজির সংখ্যা দিন দিন যত কমছে, মসজিদের সংখ্যাও দিন দিন তত বাড়ছে।
তিনি বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ভাণ্ডারিয়া বাস স্ট্যান্ড কলেমা চত্বরে জাতীয় পার্টি জেপি আয়োজিত বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) হতে পরিত্রানের জন্য দোয়া ও মোনাজাত উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা কালে এসব কথা বলেন।
মঞ্জু বলেন, আমি আল্লাহ ছাড়া কারো কাছে কখনো কিছু চাই না। তিনিই সব দিতে পারেন। আজ ভাণ্ডারিয়া উপজেলায় ১শটি ব্রিজ হচ্ছে। ইতোমধ্যে ৪৫টি ব্রিজের কাজ শেষ হয়েছে। তিনি বলেন, এ এলাকায় ৩৬ বছর ধরে উন্নয়ন অব্যাহত রয়েছে আল্লাহর রহমান যতদিন আছে এ এলাকায় উন্নয়ন অব্যাহত থাকবে।
জেপি’র উপজেলার শাখার আহবায়ক মনিরুল হক জোমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের সাংসদ আনোয়ার হোসেন মঞ্জুর জামাতা মজিবুর রহমান নিক্সন চৌধূরী, সাবেক উপজেলা চেয়ারম্যান জেপি’র যুগ্ম আহবায়ক মাহিবুল হোসেন মাহিম, জেপি’র সদস্য সচিব আতিকুল ইসলাম উজ্জল প্রমূখ।
উপস্থিত ছিলেন- ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু, জেপি’রযুগ্ম আহবায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার ফরিদপুর জেলার ৩ জন উপজেলা চেয়ারম্যানসহ ২১ জন ইউপি চেয়ারম্যান, উপজেলা জাতীয় যুবসংহতির আহবায়ক রেজাউল করিম রেজভী জোমাদ্দার, সদস্য সচিব মামুনুর রশিদ সরদার, জাতীয় ছাত্র সমাজের সভাপতি মো. রাহাত জোমাদ্দার, সাধারণ সম্পাদক জহির উদ্দীন অন্তুসহ জাতীয় পার্টি জেপি ও এর অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।