অনলাইন ডেস্ক।।
করোনাভাইরাসে আক্রান্ত এবং মস্তিষ্কে অস্ত্রোপচারের পর গুরুতর অসুস্থ আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আজ শনিবার (৬ জুন) বিকেল ৪টায় এই বোর্ড বসার কথা রয়েছে।
রাজিউল হকের নেতৃত্বে বোর্ডে অন্যান্যদের সঙ্গে অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ডা. কনক কান্তি বড়ুয়া থাকছেন।
এর আগে, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. নাসিমের শারীরিক অবস্থার অবনতি হলে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। আগামী ৪৮ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলে জানায় চিকিৎসকরা।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত সোমবার সকালে মোহাম্মদ নাসিমকে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক মোহাম্মদ নাসিমের স্বাস্থ্যের খবরাখবর রাখছেন।