শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
Menu
Menu

না ফেরার দেশে চলে গেলেন নায়ক চিরঞ্জিবী

Facebook
Twitter

বিনোদন ডেস্ক

না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় কন্নড় অভিনেতা চিরঞ্জিবী সরজা। তার বয়স হয়েছিলো মাত্র ৩৯ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার বেঙ্গালুরুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই নায়ক। তার মৃত্যুতে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া।

‘‌আই লাভ ইউ’, ‘প্রেমা বরাহ’, ‘দন্ডম দশগুণম’, ‘বর্ধনায়ক’, ‘বায়ুপুত্র’সহ অনেক কন্নড় সিনেমা অভিনয় করেছেন চিরঞ্জিবী সরজা। অভিনয় গুণেই দর্শক প্রিয় হয়ে উঠছিলেন তিনি। ক্যারিয়ারের সু-সময়ে হঠাৎ করে সবাইকে ছেড়ে চলে গেলেন অভিনেতা।

তার মৃত্যুতে শোক জানাচ্ছেন সহকর্মীরা। সমবেদনা জানিয়েছেন দক্ষিণী অভিনেত্রী পিয়ামণি রাজ। এছাড়া আরও অনেকেই শোক প্রকাশ করেছেন চিরঞ্জিবীর মৃত্যুতে।

এক দক্ষিণী তারকা আল্লু সিরিশ লিখেছেন, ‘চিরঞ্জিবী সরজার আকষ্মিক মৃত্য়ুর খবরে হতবাক। মাত্র ৩৯ বছর বয়স হয়েছিল। তার পরিবারের প্রতি সমবেদনা রইল। চিরুর আত্মার শান্তি কামনা করি।’

জনপ্রিয়