আন্তর্জাতিক ডেস্ক।।
জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ চলাকালীন নিউইয়র্ক সিটি থেকে ৩৪০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩১ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন নিউইয়র্ক সিটি পুলিশের বরাতে এ খবর প্রকাশ করে।
ওই পুলিশ কর্মকর্তা জানান, বিক্ষোভ চলাকালীন কমপক্ষে ৩৩ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছে।
চলমান বিক্ষোভে পুলিশের ৪৮টি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পুলিশ অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বিক্ষোভকারীদের হটাতে পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
এর আগে ৩০ মে বিক্ষোভকারীরা ফোর্ট গ্রিন পার্কে নিউইয়র্ক সিটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। কয়েকশ প্রতিবাদকারী ক্লিনটন হিলের ৮৮ তম এলাকা ঘিরে ফেলে।
এর আগে ২৯ মে যুক্তরাষ্ট্রের ওকল্যান্ডে বিক্ষোভে গুলিবিদ্ধ হয়ে ফেডারেল প্রতিরক্ষা পরিষেবার এক কর্মকর্তা নিহত হওয়ার ঘটনা ঘটে।
সোমবার (২৫ মে) কারাগারে নিরস্ত্র জর্জ ফ্লয়েডকে খুনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এ থেকেই মূলত আন্দোলনের সূত্রপাত হয়। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, ৪৬ বছর বয়সী জর্জ ফ্লয়েডকে অন্যায়ভাবে পুলিশ সদস্যরা হত্যা করে। এ সময় জর্জ ফ্লয়েড নিরস্ত্র ছিলেন। হাঁটু দিয়ে জর্জ ফ্লয়েডের গলা চেপে ধরা হয়। সে বারবার নিশ্বাস নেবার জন্য আর্তনাদ করতে থাকে এবং বাঁচার আর্জি জানায়। অন্যায়ভাবে ফ্লয়েডকে মৃত্যুর ঘটনায় কৃষ্ণাঙ্গরা বিক্ষোভ শুরু করলেও এখন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট মিনিয়াপোলিস পুলিশ বিভাগের চার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।