আন্তর্জাতিক ডেস্ক।।
নিউ ইয়র্কের একটি ফিউনারেল হোমের কাছে একটি লরিতে অন্তত ৫০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এক পথচারী দুর্গন্ধের বিষয়ে অভিযোগ জানানোর পর পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, লরিটির ভেতরে কতদিন ধরে এগুলো ছিল বা করোনাভাইরাসে আক্রান্ত কেউ রয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
খবরে বলা হয়েছে, বুধবার ব্রুকলিনের দ্য অ্যান্ড্রিউ টি ক্লেকলি ফিউনারেল হোমের পাশে পিপিই পরিচিত কর্মীদের দেখা গেছে। তারা মরদেহগুলো একটি শীতাতপ নিয়ন্ত্রিত যানে স্থানান্তর করছিলেন।
এক মার্কিন কর্মকর্তা জানান, তদন্তকারীরা জেনেছেন যে ফিউনারেল হোমের পক্ষ থেকে লরিটি ভাড়া করা হয়। পরে বরফ দিয়ে প্রায় ৫০টি মরদেহ রাখা হয়।
নিউ ইয়র্ক টাইমসকে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ফিউনারেল হোমের শীতাতপ ব্যবস্থা বিকল হয়ে গেছে। এর কর্মকর্তাদের বিরুদ্ধে কোনও ফৌজদারি অভিযোগ আনা হয়নি।
মরদেহগুলো করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের কিনা তা নিশ্চিত হওয়া না গেলেও নিউ ইয়র্কের ফিউনারেল হোমগুলো হিমশিম খাচ্ছে মহামারির প্রাদুর্ভাবে। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউ ইয়র্ক সিটি অঙ্গরাজ্যে। এখানে ১৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, বুধবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে গেছে এবং আক্রান্ত হয়েছেন দশ লক্ষাধিক মানুষ।