বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

নিজের কাঁধে ত্রাণ নিয়ে দুর্গম অঞ্চলে আফ্রিদি

Facebook
Twitter

স্পোর্টস ডেস্ক।।

করোনাভাইরাসের কারণে শুরু থেকেই অসহায় ও দুঃস্থ মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি। নিজের ফাউন্ডেশন থেকে তহবিল গঠন করে আর্ত মানবতার সেবায় নিয়োজিত রয়েছেন তিনি। পাকিস্তানের সর্বত্র সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার চেষ্টায় রয়েছেন এই অলরাউন্ডার।

ভৌগোলিক কারণে পাকিস্তানের অনেক অঞ্চলেই যাতায়াত ব্যবস্থা অনেক কঠিন। কিন্তু দমে যাওয়ার পাত্র নন আফ্রিদি। তাই দুর্গম অঞ্চলেও সুবিধাবঞ্চিত মানুষদের হাতে ত্রাণ পৌঁছে দিচ্ছেন তিনি। সম্প্রতি নিজের কাঁধে খাবারের বস্তা নিয়ে এক দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ করে এসেছেন এই ৪০ বছর বয়সী তারকা।

বিষয়টি সবার সামনে নিয়ে এসেছেন পাকিস্তানি সাংবাদিক সাজ সাদিক। নিজের টুইটার একাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা যায়, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের লাসবেলায় নিজের কাঁধে বস্তা টেনে অসহায় মানুষদের ত্রাণ দিচ্ছেন শহীদ আফ্রিদি।

লাসবেলা পাকিস্তানের অন্যতম দুর্গম অঞ্চল হিসেবে পরিচিত। জায়গাটি অত্যন্ত রুক্ষ ও পাথুরে। এই এলাকায় প্রচুর কষ্ট সহ্য করে আফ্রিদির এমন মানবসেবা নেটিজেনদের ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

জনপ্রিয়