সোমবার, ৭ জুলাই, ২০২৫
Menu
Menu

নেইমার ইস্যু: সান্তোসের বিপক্ষে জিতলো বার্সা

Facebook
Twitter

স্পোর্টস ডেস্ক।।
ব্রাজিলিয়ান তারকা নেইমারকে নিয়ে এখনো ভুগছে বার্সেলোনা। নেইমারের ট্রান্সফার ইস্যুতে বার্সেলোনার বিপক্ষে অভিযোগ ও ক্ষতিপূরণের দাবি করেছিল ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস। তবে প্রমাণ না পাওয়ায় আন্তর্জাতিক ক্রীড়া আদালত তা খারিজ করে দিয়েছেন। এমনকি লিগ্যাল ফি বাবদ বার্সেলোনাকে ২০ হাজার সুইস ফ্রা পরিশোধ করতে সান্তোসকে আদেশও দিয়েছে ক্রীড়া আদালত।

২০১৩ সালে ৫ কোটি ৭০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে ব্রাজিলের দল সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দেন নেইমার। ২০১৫ সালে এসে সান্তোস অভিযোগ করে, চুক্তির আগে ট্রান্সফার ফির একটা অংশ নেইমারের বাবা এবং তাদের পারিবারিক প্রতিষ্ঠান এনঅ্যান্ডএনকে দেয়ায় তারা ক্ষতিগ্রস্থ হয়েছে। এজন্য প্রায় ৬ কোটি ১৩ লাখ ইউরো ক্ষতিপূরণের দাবি করে ফিফার দ্বারস্থ হয়েছিল তারা।

সান্তোসের অভিযোগ খারিজ হয়ে যাওয়ার বিষয়টি বার্সেলোনার উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার (০৭ জুলাই) জানিয়েছে রয়টার্স। সেখানে বলা হয়েছে, ক্রীড়া আদালত যে প্রমাণ পেয়েছে তা হচ্ছে, সান্তোস এবং নেইমারের চুক্তিটা পারস্পরিক সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি হয়েছিল এবং খেলোয়াড়ের বাবা এবং এনঅ্যান্ডএন প্রতিষ্ঠানকে অতিরিক্ত অর্থ দিয়ে বার্সেলোনা চুক্তির ক্ষেত্রে কোনো নিয়মের ব্যত্যয় করেনি।

জনপ্রিয়