সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন, ১৪৩০
বিনোদন ডেস্ক।।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। মডেলিং এর মাধ্যমে রূপালি পর্দায় পথ চলা তার। এরপরে কয়েকটি খণ্ড নাটকে কাজ করে খুব অল্প সময়েই সবার নজরে চলে আসেন এ অভিনেত্রী। কিন্তু মাঝখানে নিজের ব্যক্তিগত কিছু কারণে দূরে চলে গেলেও আবার ফিরে আসেন এবং কাজ করেন আপন মনে। এদিকে সম্প্রতি রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করেন প্রভা। তার ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়, আমি তার লাগি পথ চেয়ে আছি, পথে যে জন ভাসায়।
তার এমন স্ট্যাটাসের পরেই সেটি ভাইরাল হতে আর বেশি সময় লাগেনি। সেখানে ‘ইতি’ এবং ‘নীতি’ এই দুই ‘বাচক’ কমেন্টই পড়তে থাকে। প্রভা অভিনীত জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মাঝে রয়েছে, মেরিল, তিব্বত, পন্ডস, বাংলালিংক, জুঁই তেল। এছাড়া ভার্সন জেড, হানিমুন, ধুপ ছায়া, লাকি থার্টিন, খুনসুটি নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পায় অভিনেত্রী। তবে এখনো পর্যন্ত কোন চলচ্চিত্রে কাজ করেননি তিনি।