শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
Menu
Menu

নেপালে করোনায় প্রথম মৃত্যু

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।

নেপালে করোনাভাইরাসে প্রথমবারের মতো প্রাণহানির ঘটনা ঘটেছে। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মৃত ব্যক্তি একজন ২৯ বছরের নারী। তিনি রাজধানী কাঠমান্ডু সংলগ্ন এলাকার বাসিন্দা।

গত ২৪ মার্চ থেকে নেপালে দেশজুড়ে লকডাউন কার্যকর রয়েছে। এছাড়া ভারত ও চীনের সঙ্গে দেশটির সীমান্ত সিল করে দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, নেপালে এখন পর্যন্ত ২৯১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

জনপ্রিয়