রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
Menu
Menu

পটুয়াখালীতে নৌকা উল্টে স্বেচ্ছাসেবী সংগঠনের দলনেতা নিখোঁজ

Facebook
Twitter

অনলাইন ডেস্ক।।
আম্ফানের প্রভাবে বুধবার (২০ মে) সকাল থেকে জেলায় থেমে থেমে বৃষ্টিপাত ও দমকা বাতাস শুরু হয়েছে। উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। পায়রা সমুদ্রবন্দর এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অফিস।

আম্ফান বর্তমানে পায়রা সমুদ্র বন্দর থেকে প্রায় ৩শ’ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। তবে ক্রমশই এটি উপকূলের দিকে অগ্রসর হচ্ছে বলে নিশ্চিত করেছে আবহাওয়া অফিস।

বুধবার সন্ধ্যায় উপকূলে আঘাত হানার সম্ভবনা রয়েছে। আম্ফান আতঙ্কে এখন সময় পার করছে উপকূলের লাখো মানুষ।

সকাল থেকে পটুয়াখালীর নদ-নদী গুলোতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। ফলে নিম্নাঞ্চলের অরক্ষিত বাঁধ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে। অতিরিক্ত পানি ওঠায় জেলা রাঙ্গাবালী উপজেলার ৫টি গ্রাম প্লাবিতসহ চরাঞ্চলের একাধিক ফসলি জমি তলিয়ে যেতে শুরু করেছে। এদিকে কলাপাড়া উপজেলার লোন্দা এলাকায় নৌকা উল্টে সিপির এক দলনেতা শাহআলম নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

কলাপাড়া ইউএনও আবুল হাসনাত জানান, বুধবার কলাপাড়া উপজেলার লোন্দা এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায় নৌকা যোগে চার সিপিপি কর্মী সর্তকতামূলক প্রচার অভিযান চালায়। এ সময় প্রবল বাতাসের বেগে নদীতে নৌকা উল্টে যাওয়ার ঘটনায় তিনজন উদ্ধার হন। নিখোঁজ শাহ-আলমকে উদ্ধারের জন্য বরিশাল থেকে ফায়ারা সার্ভিসের ডুবুরি দল আনার প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন।

এদিকে আবহাওয়ার পরিবর্তনের ফলে উপকূলীয় এলাকার কিছু মানুষ আশ্রয়কেন্দ্রে যেতে শুরু করেছে। কিছু অসচেতন মানুষকে উপজেলা প্রশাসন এবং পুলিশের সমন্বয়ে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য করা হচ্ছে। তবে চরাঞ্চলে জোয়ারের পানি ঢুকে যাওয়ায় আতঙ্কের পাশাপাশি চরম দুর্ভোগের শিকার হচ্ছেন উপকূলের লাখো মানুষ। বিশেষ করে নিচু এলাকাগুলোর মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় মোকাবিলায় ৭শ’ আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিসি মো. মতিউল ইসলাম চৌধুরী।

পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলায় সাড়ে তিনশ মেডিকেল টিম গঠন করা হয়েছে।

জনপ্রিয়