পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালী পৌর এলাকার ১০৪নং টাউন বহালগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (০৬ মে) রাতে এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্ণা রানী নাথ সদর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন।
সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, গত মার্চ মাসে করোনার প্রভাবে বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। স্কুলের ছুটির পর সব কক্ষ বন্ধ করে দেয়া হয় তবে বিকেলে বিদ্যালয়ে অফিস সহায়ক শাহিদা বেগম বিদ্যালয়ের সামনের পানির টেপ না দেখতে পেয়ে প্রধান শিক্ষককে ফোন করে জানায়।
পরে প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সদস্যদের জানিয়ে দ্রুত বিদ্যালয়ে উপস্থিত হয়। এসময় তিনি লাইব্রেরীর দরজা খুলার পর ভিতরে স্টিলের আলমিরা এবং অটোবি টেবিলের ড্রয়ার ভাঙচুর করা ও আসবাবপত্র ছড়ানো ছিটানো অবস্থায় দেখেন। পরে দেখা যায় স্কুলের আলমারিতে থাকা একটি ল্যাপটপ, পিতলের ঘণ্টা ও নগদ ৭ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত ব্যক্তিরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্ণা রানী নাথ জানান, ঘটনার পরেই ম্যানেজিং কমিটিকে জানিয়ে থানা জিডি করেছি। পরবর্তীতে আমরা আরো সর্তক থাকবো। সকল প্রতিষ্ঠানের প্রধানদের সর্তক হওয়ার আহবান জানান তিনি।
সদর থানার ওসি আক্তার মোরশেদ জানান, সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে, পরবর্তীতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।