রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি সস্ত্রীসহ করোনায় আক্রান্ত

Facebook
Twitter

রূপালী বার্তা।।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক হারুন অর রশীদ ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পরীক্ষায় উপাচার্যের এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে তার সহধর্মিণী কনিকা মাহফুজের করোনাভাইরাস ধরা পড়ে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৮টর দিকে তাদের করোনা পরীক্ষার ফল পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়টির দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা ড. মোহাম্মদ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হারুনর রশীদ ও কনিকা মাহফুজকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। বর্তমানে তারা দুজনেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন।

জনপ্রিয়