বিনোদন ডেস্ক।।
ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকা তামান্না ভাটিয়া। বাহুবলী’র মতো সিনেমার নায়িকা তিনি। হঠাৎ গুঞ্জন উঠেছে সাবেক পাকিস্তানি অলরাউন্ডার আবদুল রাজ্জাককে বিয়ে করছেন নায়িকা।
সম্প্রতি তামান্নার সঙ্গে রাজ্জাকের একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, তামান্নার সঙ্গে রয়েছেন আবদুল রাজ্জাক। তার হাতেও গয়না রয়েছে। এমন একটি ছবি সামনে আসতেই জল্পনা ছড়ায় ভক্তদের মধ্যে। যে সানিয়া মির্জার মতো পাকিস্তানেই ঘর বাঁধবেন তামান্না।
এর আগে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করে পাকিস্তানের বাসিন্দা। তাদের ঘরে একটি পুত্রসন্তানও রয়েছে।
তবে কি সানিয়ার পথেই পা বাড়াচ্ছেন তামান্না। পরে অবশ্য জানা যায়, সেই ছবিটি বেশ পুরোনো। দুবাইতে একটি গয়নার দোকানের উদ্বোধনে একই সঙ্গে আমন্ত্রিত ছিলেন তারা। পুরোনো সেই ছবি সামনে আসতেই জল্পনা-কল্পনা শুরু হয়। ভক্তরা ধরে নেন, রাজ্জাক-তামান্না বিয়ের কেনাকাটা করছেন।
এই গুজব নিয়ে এখনও মুখ খুলেননি তামান্না। লকডাউনে শরীর চর্চা নিয়ে ব্যস্ত আছেন তিনি।