আন্তর্জাতিক ডেস্ক।।
পাকিস্তানের বালুচিস্তানে দেশটির সেনাবাহিনীর ওপর ভয়াবহ বোমা হামলা চালানো হয়েছে। এ ঘটনায় এক মেজরসহ আরো ৫ সেনা নিহত হয়েছেন। এছাড়া আরো এক সেনা আহত হয়েছেন।
শুক্রবার এক বিবৃতিতে পাকিস্তানি সেনাবাহিনীর এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, শুক্রবার দক্ষিণ বালুচিস্তানের কেচ জেলার ছোট্ট উপত্যকা বুলেদা থেকে ফ্রন্টিয়ার কোরের এক মেজরসহ ৬ জন সেনা সদস্য ফিরছিলেন। সেসময়ে তাদের গাড়িতে ল্যান্ডমাইন দিয়ে হামলা চালানো হয়। পাকিস্তান-ইরান সীমান্ত থেকে ১৪ কিলোমিটার দূরে এই বিস্ফোরণ ঘটেছে বলেও জানান তিনি।
ওই মুখপাত্র আরো জানান, সন্ত্রাসবাদীদের সম্ভাব্য গতিবিধির খোঁজ নিতেই মেজরসহ ৬ সদস্যের ওই দলটি বুলেদা উপত্যকায় গিয়েছিল। এখন পর্যন্ত কোনো দল এ হামলার দায় স্বীকার করেনি। তবে দেশটির বালুচ লিবারেশন আর্মি প্রায়ই ওই প্রদেশে সেনাবাহিনীকে লক্ষ্যবস্তু করে বলে জানা গেছে। সূত্র-হিন্দুস্তান টাইমস।