শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

পাকিস্তানে ২৪ ঘণ্টায় প্রায় ৪ হাজার করোনা রোগী শনাক্ত

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিদিনই বেড়েই চলছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় প্রায় চার হাজার জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, বৃহস্পতিবার থেকে শুক্রবার (০৫ জুন) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৮৫ জনের দেহে প্রাণঘাতী ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। ওই একই সময়ে মৃত্যু হয়েছে ৮৪ জনের।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, পাকিস্তানে ৮৯ হাজার ২৪৯ জনের দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। একই সময়ে চীনের সরকারি হিসাবে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ছিল ৮৪ হাজার ১৭১।

বিধিনিষেধ শিথিলের পর পাকিস্তানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। এ পর্যন্ত পাকিস্তানে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮১৬তে।

এর মধ্যে পাঞ্জাবেই সবচেয়ে বেশি ৬০৭ জনের মৃত্যু হয়েছে। সিন্ধু ও খাইবার পাখতুনখোয়াতে মৃত্যু ৫০০র ঘর ছাড়িয়ে গেছে।

জনপ্রিয়