পাথরঘাটা প্রতিনিধি।।
বরগুনার পাথরঘাটায় আবারো করোনা রোগী শনাক্ত হয়েছে। বরগুনা জেলা সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্বাতদায়ক মো. খান সালামাতুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, উপজেলার পাথরঘাটা পৌরশহরের এক জুতা ব্যাবসায়ী ঢাকা থেকে আসার পরে করোনা উপসর্গ দেখা দিলে সে তার শ্বশুর বাড়ি গিয়ে আত্মগোপন করে। পরে পাথরঘাটা উপজেলা প্রশাসন তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে তার নমুনা পাঠানো হয়। সে সময় তার করোনা পজেটিভ আসে। পরে তার তার শ্বাশুড়ির একই ভাবে উপসর্গ দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে রির্পোটের জন্য পাঠালে আজ সোমবার (১ জুন) দুপুর পজেটিভ আসে। এ নিয়ে পাথরঘাটা উপজেলায় মোট ৭জন করোনা পজেটিভ হয়। তাদের মধ্যে ৩জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন এবং ৪জন চিকিৎসাধীর রয়েছে।
বরগুনা জেলা সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্বাতদায়ক মো. খান সালামাতুল্লাহ মুঠোফোনে জানান, আক্রান্ত ব্যাক্তিকে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নে তার নিজ বাড়িতে চিকিৎসাধীন রাখা হয়েছে। তাকে ঘর থেকে বের হতে নিষেধ করে দেয়া হয়েছে। তাকে দেখা শোনার জন্য স্বাস্থ্যবিভাগ থেকে তাকে লোক পাঠানো হয়েছে।