রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

পাথরঘাটায় ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ী আটক

Facebook
Twitter

পাথরঘাটা প্রতিনিধি।।
বরগুনার পাথরঘাটায় ২০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে। শনিবার (৩০ মে) রাত ১১টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকী ফেরিঘাট এলাকা থেকে আটক করে কোস্টগার্ড।

আটককৃতরা হলো, কাকচিড়া ইউনিয়নের আমতলী এলাকার রিপন জোমাদ্দারের ছেলে তানভির জোমাদ্দার (১৯) ও দেলোয়ার পহলানের ছেলে নাঈম পহলান (২৬)।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. মেহেদি হাসান বলেন, বরগুনা থেকে পাথরঘাটায় ২ হাজার পিস ইয়াবা বিক্রির জন্য খেয়া পারাপার হয়ে পাথরঘাটায় আসছে এমন সংবাদের ভিত্তিতে ফেরিঘাট এলাকায় আগ থেকেই অবস্থান নেই। কিছুক্ষন পর একটি মোটরসাইকেল থামিয়ে দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে ২০ পিস পাওয়া যায়। আটককৃতদের কথিত মতে কোস্টগার্ডের টের পেয়ে বাকিগুলো ফেলে দেয়। পরে ওই এলাকায় অনেক তল্লাশি করেও পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, আটককৃতদের রাতেই পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

জনপ্রিয়