পাথরঘাটা প্রতিনিধি।।
বরগুনার পাথরঘাটায় ১শ গ্রাম গাঁজাসহ আল আমিন নামের এক যুবককে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ।
শনিবার (৩১ মে) রাত ৮টার দিকে পাথরঘাটা-মঠাবড়িয়া সিমান্ত সিএন্ডবি এলাকা থেকে আটক করা হয়। আটক আল আমিন পাথরঘাটা পৌরশহরের ৫ নম্বর ওয়ার্ডের মো. খলিলুর রহমানের ছেলে।
থানা সুত্রে জানা গেছে, রাত ৮টার দিকে পাথরঘাটা-মঠাবড়িয়া সিমান্ত সিএন্ডবি এলাকায় পুলিশের চেকপোস্টে মঠবাড়িয়া থেকে আসা একটি মোটরসাইকেল থামাতে বললে তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেস্টা করে। এ সময় তাদেরকে পুলিশ দাওয়া করে আটক করে। পরে তাদের দেহ তল্লাসী করে ১শ গ্রাম গাঁজা পাওয়া যায়।
এব্যাপারে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন জানান, আল আমিন নামের এক ব্যাক্তিকে ১শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে, আদালতে পাঠানো হবে।