রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
Menu
Menu

পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

Facebook
Twitter

পাথরঘাটা প্রতিনিধি।।
বরগুনার পাথরঘাটায় মোটর সাইকেল চালিয়ে বাড়িতে যাওয়ার সময় ইব্রাহীম (৪০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। রোববার (১৭ মে) বেলা ১১টার দিকে উপজেলার পাথরঘাটা-টেংড়া সড়কের বড়ইতলা এলাকায় এঘটনা ঘটে।

নিহত ইব্রাহীম উপজেলার সদর ইউনিয়নের নিজলাঠিমারা এলাকার মো. আলতাফ সিকদারের ছেলে।

ইব্রাহীমের বড় ভাই ইউসুফ জানান, সকাল ১১টার দিকে বাজারের কাজ শেষে পাথরঘাটা থেকে বাড়ি যাওয়ার সময় টেংড়া থেকে আসা একটি ভাড়ায় চালিত মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘষ হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়। বরিশাল নিয়ে যাওয়ার সময় ভান্ডাড়িয়া এলাকায় তার মৃত্যু হয়।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন জানান, এরকম একটি ঘটনার খবর আমরা পেয়েছি। তাকে আহত অবস্থায় বরিশাল নেয়ার পথে তার মৃত্যু হয়েছে।

জনপ্রিয়