পাথরঘাটা প্রতিনিধি।।
বরগুনায় কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের সদস্যরা একটি হরিণের মাথা ও দুটি চামড়া উদ্ধার করেছে। শনিবার (৩০ মে) সকাল ১০টার সময় পাথরঘাটার হরিণঘাটা বিট কর্মকর্তা পালেমর হাতে তা হস্তান্তর করা হয়েছে।
ভোর রাতে উপজেলার বাদুরতলা খালের পাড় থেকে একটি প্লাস্টিকের ব্যাগে এগুলো পাওয়া যায়।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লে. মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে উপজেলার বাদুরতলার এলাকায় অভিযান চালিয়ে হরিণের চামড়া ও মাথা পাচার হচ্ছে- এমন গোপন সংবাদে ওই এলাকায় অভিযানে যাই। এ সময় বাদুরতলা খালের পাড় থেকে প্লাস্টিক ব্যাগভর্তি একটি মাথা ও দুটি চামড়া উদ্ধার করা হয়। কোস্টগার্ডের টের পেয়ে পাচারকারিরা পালিয়ে যায কাউকে আটক করা সম্ভব হয়নি।