পাথরঘাটা প্রতিনিধি।।
বরগুনার পাথরঘাটায় বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এর পক্ষ থেকে ঘুর্নিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবারের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (২৪ মে) দুপুর ২ টার দিকে পাথরঘাটা ওয়াপদা অফিসের সামনে সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলার সদর পাথরঘাটা ও চরদুয়ানি ইউনিয়নের ৮০০ হতদরিদ্র পরিবারকে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের পাথরঘাটা উপজেলা ব্যবস্থাপক ইসমাইল হোসেন, বরগুনা ব্যবস্থাপক মনিরুল ইসলাম প্রমুখ।
প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি চিনি, ২ কেজি লবন, ২ কেজি আলু, ২ প্যাকেট সেমাই, সাবান, হুইল পাউডারসহ ১২শ টাকার পণ্য দেয়া হয়।