বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
Menu
Menu

পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক পরিবারের ৩ জনের করোনা শনাক্ত

Facebook
Twitter

পাথরঘাটা প্রতিনিধি।।
বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকসহ তাঁর পরিবারের তিনজনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।শনিবার (১৩ জুন) রাতে ওই তিনজনের করোনা পজেটিভ ফলাফল সিভিল সার্জন কার্যালয় আসে। ৮ জুন তাঁদের নমুনা সংগ্রহ করা হয়।

বরগুনা জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক খান মোহাম্মদ সালামত উল্লাহ রোববার (১৪ জুন) সকালে সত্যতা নিশ্চিত করেন।

বরগুনা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, পাথরঘাটায় এক নারী চিকিৎসক, তাঁর স্বামী ও ছোট ভাইয়ের করোনা শনাক্ত হয়েছে। তবে ওই চিকিৎসকের স্বামী গত শনিবার ঢাকায় চলে গেছেন। চিকিৎসক ও তাঁর ছোট ভাই পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টর কোয়ার্টারে থেকে চিকিৎসা নিচ্ছেন। ওই নারী চিকিৎসকের সঙ্গে তাঁর ছয় মাসের শিশু আছে।

বরগুনা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক খান মোহাম্মদ সালামত উল্লাহ জানান, ওই নারী চিকিৎসক ছয় মাসের মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। ছুটি শেষে ৮ জুন হাসপাতলে কাজে যোগ দেন। ওই দিনই তাঁর পরিবারের তিন সদস্যের নমুনা সংগ্রহ করা হয়। ছুটিতে থাকা অবস্থায় তাঁরা ঢাকা ও বানারীপাড়ায় অবস্থান করেছেন। ধারণা করা হচ্ছে, সেখান থেকে তাঁরা করোনায় সংক্রমিত হয়েছেন।

জনপ্রিয়