বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

পিছিয়ে থাকলেও রিয়ালকে সেরা দল বললেন কোর্তোয়া

Facebook
Twitter

স্পোর্টস ডেস্ক।।
করোনাভাইরাসের কারণে বন্ধ আছে স্প্যানিশ লা লিগার খেলা। এখন পর্যন্ত যা পরিস্থিতি তাতে লিগের চলতি মৌসুম শেষ করা নিয়ে রয়েছে ঘোর অনিশ্চয়তা। লিগ শেষ না হলে শিরোপা নিষ্পত্তি কী হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে লিগ বাতিলের শুরু থেকেই।

লা লিগায় প্রতিটি দলকে ৩৮টি করে ম্যাচ খেলতে হয়। এর মধ্যে ২৭টি করে ম্যাচ খেলেছে দলগুলো। এ অবস্থায় লিগ যদি আর শুরু না হয় সেক্ষেত্রে চ্যাম্পিয়ন ঘোষণা করা হতে পারে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনাকে। ২৭ ম্যাচ শেষে ৫৮ পয়েন্ট বার্সার। সমান ম্যাচে ২ পয়েন্ট পেছনে আছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

খেলা আদৌ শুরু হবে কি না তা অনিশ্চিত। এরইমধ্যে ফ্রান্সের লিগ ওয়ান বাতিল করে টেবিলের শীর্ষে থাকা পিএসজিকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। লা লিগায়ও এমনটা করা হলে টানা তৃতীয়বার শিরোপা যাবে বার্সার ঘরে।

কিন্তু এমনটা করা ঠিক হবে না বলে জানিয়েছেন রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া। ইউটিউব ভিডিওতে তিনি বলেন, অবশ্যই আমি মৌসুম শেষ করতে চাই। আমরা বার্সেলোনার চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে আছি। এখনো আমাদের পক্ষে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। মৌসুম বাতিল হলে দুর্ভাগ্যজনক ব্যাপার হবে।

নিজেদের সেরা দল দাবি করে কোর্তোয়া বলেন, তারা (লা লিগা কর্তৃপক্ষ) যদি লিগ বাতিল করার সিদ্ধান্ত নিয়ে থাকে এবং বার্সাকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়, আমার মতে এটা ঠিক হবে না। তারা আমাদের সঙ্গে একটি ম্যাচে ড্র ও একটিতে হেরেছে। আমরা প্রমাণ করেছি আমরাই সেরা দল। এখন আমরা তাদের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে থাকলেও এমন সিদ্ধান্ত মানব না।

জনপ্রিয়