মো. তরিকুল ইসলাম, পিরোজপুর।।
এ বছর পিরোজপুরে ২৪৪ টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৩ হাজার ৬১১ জন পরীক্ষার্থীর মধ্যে জেলার সাত উপজেলা থেকে মোট পরীক্ষায় অংশ নেয় ১৩ হাজার ২৫৯ জন অংশ নিয়ে ১১ হাজার ১৩৫ জন পাশ করেছে। কৃতকার্য পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা ৫ হাজার ২৭ জন এবং ছাত্রী সংখ্যা ৬ হাজার ১০৮ জন।
জেলা শহরের সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় সূত্রে জানাগেছে, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর ২৪১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪৫ জন ছাত্রী।
অপরদিকে, সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এ বছর ২২১ জন পরিক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৬৫ জন ছাত্র। গত ৩ ফেব্রুয়ারি সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। তবে করোনা ভাইরাসের সংক্রমনের কারনে এ বছর ফলাফল প্রকাশ করতে বিলম্ব হয়েছে।