পিরোজপুর প্রতিনিধি।।
পিরোজপুরের ভান্ডারিয়ায় গণমুখী সাংবাদিকতার পথিকৃৎ পূর্ব বাংলা স্বাধীনের অগ্রদূত, মোসাফির কলাম লেখক এবং দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫১তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (০১ জুন) এ উপলক্ষে বাদ আছর তার গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরের পূর্ব ভান্ডারিয়া মিয়া বাড়ি জামে মসজিদ কমপ্লেক্সে মিলাদ মাহফিল এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া পৃথকভাবে বাদ জোহর পূর্ব ভান্ডারিয়া মানিক মিয়া বায়তুল আমান জামে মসজিদ এবং বাদ আছর উত্তর-পূর্ব ভান্ডারিয়া মোল্লা ছোমের উদ্দিন জামে মসজিদে মিলাদ মাহফিল এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
পৃথকভাবে এসকল স্থানে দোয়া মোনাজাত পরিচালনা করেন, মাওলানা আবুল কাসেম, মাওলানা আব্দুল মালেক হাওলাদার ও হাফেজ মো. মোস্তফা। এসকল স্থানে পর্যায়ক্রমে অন্যান্যের মধ্যে পৌর কাউন্সিলর মো. দেলোয়ার সিকদার, হারুন অর রশিদ, মুক্তিযোদ্ধা আজিজ তালুকদার, মাওলানা আব্বাস আলী, মো. হেমায়েত মোল্লা, মো. ইসমাইল হাওলাদার, মো. ইকবাল মুন্সি, ছাড়াও স্ব স্ব এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দোয়ায় শরিক হন।