রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
Menu
Menu

পুকুরে ভেসে উঠল দুই শিশুর লাশ

Facebook
Twitter

অনলাইন ডেস্ক।।

ফেনীর সোনাগাজী উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের বাদাদিয়া গ্রামের আহমদ মাস্টার বাড়িতে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রোববার দুপুরে একই বাড়ির রেজাউল হকের নাতি নাহিদ (৮) ও একই বাড়ির মো. ইলিয়াছের ছেলে ইরফান (৮) কাউকে না জানিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে ভাসমান অবস্থায় দুই শিশুকে দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. উৎফল দাস বলেন, সমবয়সী দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনাগাজী মডেল থানা পুলিশের ওসি সাজেদুল ইসলাম বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। স্বজনদের কাছে তাদের মরদেহ হস্তান্তরের পর পারিবারিক ভাবে দাফন করা হয়।

জনপ্রিয়