সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন, ১৪৩০
লাইফস্টাইল ডেস্ক।।
খাবারের স্বাদ বাড়াতে পুদিনা পাতার জুড়ি নেই। তাছাড়া পুদিনা অয়াতার রয়েছে নানান স্বাস্থ্যগুণও। শুধু তাই নয় ত্বকের যত্নেও পুদিনা পাতা অতুলনীয়। বিশেষ করে তৈলাক্ত ত্বকের যত্নে পুদিনা পাতা বেশ কার্যকরী।
নারী-পুরুষ উভয়েই ব্রণের সমস্যায় ভুগে থাকেন। বিশেষ করে যাদের ত্বক তৈলাক্ত তাদের এই সমস্যা বেশি হয়ে থাকে। তাছাড়া অতিরিক্ত গরমের কারণেও ত্বকে ফুসকুড়ি এবং ব্রণ হয়। পুদিনা পাতা ত্বকের অতিরিক্ত তেল এবং ব্রণের সংক্রমণ কমাতে খুবই উপকারী। চলুন জেনে নেয়া যাক ব্রণ দূর করতে পুদিনা পাতার ব্যবহার পদ্ধতি-
টাটকা পুদিনা পাতা বেছে ধুয়ে নিন। এবার এই পাতা বেটে ত্বকে লাগান। ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বকের অতিরিক্ত তেল দূর হয়ে যাবে। আর ব্রণের প্রকোপও কমে যাবে। সপ্তাহে দুই থেকে তিন দিন ত্বকে পুদিনা পাতার ব্যবহারে ভালো ফলাফল পাবেন।