বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

পুলিশে হাতে শ্বেতাঙ্গরাই বেশি মারা যাচ্ছে: ট্রাম্প

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, দেশে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নয়, শ্বেতাঙ্গরাই বেশি মারা যাচ্ছে।

সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে পুলিশের হাতে এখনো কেন বেশি কৃষ্ণাঙ্গরা মারা যাচ্ছে সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, না, বেশি শ্বেতাঙ্গরাই মারা যাচ্ছে। তিনি বারবার একই বাক্য উচ্চারণ করেন।

ওয়াশিংটন পোস্ট সোমবার এক হিসাবে জানায়, পুলিশের হাতে নিহতের প্রায় অর্ধেকই শ্বেতাঙ্গ। কৃষ্ণাঙ্গের সংখ্যা ২৩ শতাংশ। কিন্তু দেশের জনসংখ্যার মাত্র ১৩ শতাংশ কৃষ্ণাঙ্গ। সেই হিসেবে কৃষ্ণাঙ্গদের মৃত্যুই বেশি।

গত ২৫ মে দেশটিতে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়ে সারা বিশ্ব। এরপর পুলিশের মধ্যে সংস্কারেরও দাবি ওঠে।সূএ-আলজাজিরা।

জনপ্রিয়