বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Menu
Menu

প্রশিক্ষিত কুকুর দিয়ে করোনা রোগী শনাক্ত করবে চিলি

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।

প্রশিক্ষিত কুকুর দিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের উদ্যোগ নিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ চিলি। এ লক্ষ্যে দেশটি ইতোমধ্যে কুকুরকে প্রশিক্ষণ দেওয়া শুরু করছে। শরীরের গন্ধ শুঁকে করোনায় আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করতে পারবে এসব প্রশিক্ষিত কুকুর।

চিলির পুলিশ সাধারণত তাদের একটি লাব্রাডর এবং তিনটি গোল্ডেন রিট্রিভার কুকুরকে মাদক ও বিস্ফোরক খুঁজে বের করার কাজে লাগায়। কখনও নিখোঁজ ব্যক্তিদের খোঁজেও কাজে লাগানো হয় কুকুরগুলোকে। এবার এর সঙ্গে যুক্ত হলো করোনা রোগী খুঁজে বের করা।

করোনাভাইরাসের কোনও গন্ধ নেই। তবে এই প্রকল্পের সঙ্গে যুক্ত পশুরোগ বিশেষজ্ঞ ফার্নান্দো মারডোনস বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর শরীরে যে মেটাবলিক পরিবর্তন হয়, তার ফলে মানুষের ঘামের গন্ধ বদলে যায়। এতে করে কোভিড-১৯ আক্রান্ত মানুষকে আলাদা করে শনাক্ত করতে পারবে কুকুর।

আগামী আগস্ট মাসের মধ্যে কুকুরকে এই কাজে প্রশিক্ষণ দিয়ে রেলস্টেশন আর বিমানবন্দরে মোতায়েনের কথা ভাবছে চিলির পুলিশ। সূত্র-বিবিসি।

জনপ্রিয়