অনলাইন ডেস্ক।।
স্বামীর প্রাণ বাঁচাতে হাতে পায়ে ধরে প্রাণভিক্ষা চেয়েছেন। তারপরও একটু গলেনি পাষাণ হৃদয়। ধারের ১২ হাজার টাকার জন্য বাবা-ছেলে মিলে বেধড়ক পিটিয়ে হত্যা করেছেন এক দিনমজুরকে। দিনমজুর স্বামীকে হারিয়ে বিলাপ কাঁদছেন হেলেন বেগম। আর বাববার মূর্ছা যাচ্ছেন।
নিষ্ঠুর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বাগেরহাটের শরণখোলা উপজেলার ধাণসাগর গ্রামে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
নির্মম নির্যাতনে হত্যার শিকার দিনমজুরের নাম আব্দুস সবুর শিকদার। অভিযুক্তরা হলেন তারই ভগ্নিপতি আলতাফ শেখ ও তার ছেলে প্রিন্স শেখ।
ধারের ১২ হাজার টাকা নিয়ে দিনমজুর সবুর সিকদার ও তার ভগ্নিপতি আলতাফ শেখের মধ্যে দুপুর ১টার দিকে সামান্য ঝগড়া হয়। কিছু সময় পর আলতাফের ছেলে প্রিন্স বাড়িতে এসে ঝগড়ার খবর জানতে পেরে আড়াইটার দিকে বাবা-ছেলে একজোট হয়ে সবুরের বসত ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে টেনে বের করে ঘরের সামনে ফেলে বেধড়ক পিটুনি শুরু করেন। ওই সময় সবুরের স্ত্রী হেলেনা আলতাফ ও প্রিন্সের কাছে তার স্বামীর প্রাণভিক্ষা চেয়েও মন গলাতে পারেনি তাদের। কিছু সময় পর সবুর ঘটনাস্থলে মারা গেলে আলতাফ ও প্রিন্স এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সবুরের মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে এএসপি মো. রিয়াদুল ইসলাম (মোড়েলগঞ্জ সার্কেল) ও শরণখোলা থানার ওসিএস.কে আব্দুল্লাহ আল সাঈদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শরণখোলা থানার ওসি এস.কে আব্দুল্লাহ আল সাঈদ জানান, ওই দিনমজুরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের আটকে অভিযান শুরু হয়েছে।