বুধবার, ২ অক্টোবর, ২০২৪
Menu
Menu

প্রেমিকাকে দেয়া উপহার ফেরত আনতে গিয়ে লাশ হলো কলেজছাত্র

Facebook
Twitter

অনলাইন ডেস্ক।।
টাঙ্গাইলে নিখোঁজের ছয়দিন পর নদী থেকে আব্দুল্লাহ আল মামুন আশিক নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৫ মে) বিকেল বাড়ি পাশে লৌহজং নদীতে থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আশিক শহরের কাগমারা এলাকার বাসিন্দা ও পুলিশে কর্মরত রাশেদুল ইসলামের ছেলে ও শহরের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র।

আশিকের বাবা রাশেদুল ইসলাম জানান, কয়েক মাস আগে থেকে প্রতিবেশী এক মেয়ের সঙ্গে তার ছেলে আশিকের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আশিক ওই মেয়ের সঙ্গে কথা বলার জন্য তাকে একটি মোবাইল ফোন সেট উপহার দেয়। মেয়ের বড় ভাই বিষয়টি জানার পর আশিককে মোবাইল ফোন ফেরত নিতে তাদের বাসায় ডাকেন। আশিক গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই মেয়ের বাসায় মোবাইল ফোন সেট আনতে যায়। তারপর আর বাড়িতে ফিরে আসেনি।

টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, নিখোঁজ আশিকের লাশ বাড়ির পাশে লৌহজং নদী থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয়