রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
Menu
Menu

প্লাজমা চিকিৎসার জন্য রক্ত দিলেন জোয়া মোরানি

Facebook
Twitter

বিনোদন ডেস্ক।।

কথা দিয়েছিলেন, করোনা থেকে সুস্থ হয়ে প্লাজমার মাধ্যমে করোনা রোগীদের চিকিৎসায় সাহায্য করবেন। সেই কথাই রাখলেন বলিউডের প্রযোজক করিম মোরানির মেয়ে তথা অভিনেত্রী জোয়া মোরানি। করোনার চিকিৎসার জন্য রক্ত দিলেন জোয়া। সোশ্যাল মিডিয়া পোস্টে নিজেই একথা জানিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় জোয়া লিখেছেন, আজ আমি নাইয়ার হাসপাতালে রক্ত দিয়ে এলাম। যে রক্ত থেকে প্লাজমা সংগ্রহ করে করোনার চিকিৎসা হবে। এটা সুন্দর অভিজ্ঞতা। যে স্বাস্থ্যকর্মীরা আমার রক্ত নিয়েছেন, তারা যথেষ্ঠ সতর্ক ছিল। এজন চিকিৎসকও সেখানে ছিলেন। সমস্ত সরঞ্জাম নিরাপদ ছিল এবং কোনো সমস্যা হয়নি। যে সমস্ত মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পরে সুস্থ হয়ে উঠছেন, তারাও এটা করতে পারেন মানুষের সুবিধার জন্য।

প্রসঙ্গত, গতমাসেই করোনার থাবা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অভিনেত্রী জোয়া মোরানি। তবে শুধু জোয়া নন, তার বোন সাঁঝ মোরানি, বাবা করিম মোরানিও করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে তারা তিনজনেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জনপ্রিয়