সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

ফরিদপুর পৌরসভায় অনলাইনে ভাড়া দেবেন দোকান মালিকরা

Facebook
Twitter

ফরিদপুর প্রতিনিধি।।
ফরিদপুর পৌরসভার নিজস্ব মার্কেটের দোকান মালিকরা ঘরে বসেই অনলাইনে দোকানঘরের ভাড়া পরিশোধ করতে পারবেন। আগামী ২১ জুলাই থেকে মোবাইলের মাধ্যমে ভাড়া পরিশোধ করবেন তারা।

ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু বুধবার (১৫ জুলাই) দুপুরে পৌরসভার সম্মেলনকক্ষে ডিজিটাল পৌরসভা সার্ভিস সিস্টেমের আওতায় অনলাইনে দোকানঘরের ভাড়া জমা দেওয়ার সফটওয়্যার ও বিল জারি কার্যেক্রমের উদ্বোধন করেন।

মেয়র জানান, digitalpaurashava.gov. bd এ প্রবেশ করে দোকান মালিক তার ভাড়া পরিশোধ করতে পারবেন। পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহান মিয়া, নির্বাহী প্রকৌশলী মো. শামসুল আলম, পৌর সচিব তানজিলুর রহমানসহ কমকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

জনপ্রিয়