রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

ফারুকীর সিনেমার প্রযোজক এ আর রাহমান

Facebook
Twitter

বিনোদন ডেস্ক।।

‘নো ল্যান্ডস ম্যান’- পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর শুটিং সম্পন্ন করা নতুন চলচ্চিত্র। যার জন্য এর আগে নাম এসেছে বলিউডের নওয়াজুদ্দিন সিদ্দিকির। এবার এতে যুক্ত হলেন সংগীত পরিচালক এ আর রাহমান! ছবিতে সংগীতের কাজ তো বটেই, এই অস্কারজয়ী থাকছেন প্রযোজক হিসেবেও।

পশ্চিমা সংবাদমাধ্যম ভ্যারাইটির কাছে বিষয়টি নিশ্চিত করেছেন এ আর রাহমান নিজে। ছবিটি নিয়ে বলেন, ‘সময় সর্বদা নতুন পৃথিবী আর আইডিয়ার জন্ম দেয়। নতুন পৃথিবীতে নতুন চ্যালেঞ্জ আর নতুন গল্পও উঠে আসে। এটি তেমনই একটি গল্প।’

‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমায় দক্ষিণ ভারতীয় একজনের সঙ্গে অস্ট্রেলিয়ান এক নারীর গল্প বলা হয়েছে। সে কারণে সিনেমাটি নির্মিত হয়েছে ইংরেজি ভাষায়।

আলোচিত এই সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নওয়াজুদ্দিন সিদ্দিকি এবং গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অস্ট্রেলিয়ান অভিনেত্রী মিশেল মেগান। রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান রহমান খানও।

এরইমধ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও অস্ট্রেলিয়ার সিডনিতে সিনেমাটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। চলছে বাকি কাজ।

এ আর রাহমান ছাড়াও ছবিটির প্রযোজনায় যুক্ত আছেন বাংলাদেশের স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী, নওয়াজুদ্দিন সিদ্দিকি, আমেরিকান প্রযোজক শ্রীহরি শাথে, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নিজেও।

জনপ্রিয়