বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
Menu
Menu

ফাহিম সালেহর খুনি শনাক্ত

Facebook
Twitter

প্রবাস ডেস্ক।।
তরুণ উদ্যোক্তা ও পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহর হত্যাকারীকে চিহ্নিত করেছে নিউইয়র্ক পুলিশ। তবে খুনিকে গ্রেফতার করা সম্ভব হয়নি এখনো।

পুলিশ জানায়, হত্যাকারী কালো পোশাকে হাতে গ্লোভস, মুখে মাস্ক পরা ছিল। সে ফাহিমের সাথে একই অ্যাপার্টমেন্টে উঠেছে। ওই ব্যক্তির ভিডিও সিসিটিভি ফুটেজে ধরা আছে। তবে আশ্চর্যজনকভাবে খুনের পর ওই ব্যক্তির অ্যাপার্টমেন্ট থেকে নেমে আসার কোন ফুটেজ পাওয়া যায়নি।

ফাহিমকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে ধারণা পুলিশের। পুলিশ ওই খুনিকে পেশাদার হত্যাকারী হিসেবেও চিহ্নিত করেছে।

পুলিশের সন্দেহ, ফাহিমের উপর অতর্কিতে হামলা চালানো হয়েছে। ইলেকট্রিক করাত দিয়ে তার দেহ টুকরো করা হয়েছে। ঠিক এ সময় তাঁর এক প্রতিবেশী অস্বাভাবিক শব্দ শুনেছেন এবং ফাহিমের বোনকে ফোন করে জানান।

ফেলে যাওয়া সেই ইলেক্ট্রিক করাতে হত্যাকারীর আঙুলের ছাপ পেয়েছে পুলিশ।

সেই ঘর থেকে বের হওয়ার জন্যে হত্যাকারী ব্যবহার করেছিল অ্যাপার্টমেন্টের পেছনের সিঁড়ি। কিন্তু শহরের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা গেছে খুনিকে।

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, গভীরে চলছে তদন্ত। তাই এখনই মুখ খুলবে না পুলিশ।

জনপ্রিয়