Menu
Menu

ফিফার নতুন আইনকে স্বাগত জানাচ্ছেন তারা

Share on facebook
Share on google
Share on twitter

স্পোর্টস ডেস্ক।।

ফিফা ম্যাচ প্রতি বদলি খেলোয়াড়ের সংখ্যা তিন থেকে পাঁচজন করেছে। ইচ্ছা করলেই দলগুলো ম্যাচ চলাকালীন বদলি খেলোয়াড় সর্বোচ্চ পাঁচজন নামাতে পারবে। ফিফার নতুন আইনকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ জেমি ডে ও শেখ রাসেলের কোচ সাইফুল বারী টিটু।

করোনাভাইরাসের কারণে বিশ্বের প্রায় সব লিগই বন্ধ হয়ে আছে। অসমাপ্ত লিগ শেষ করতে অনেক দেশেই চলছে তোড়জোর। দক্ষিণ কোরিয়াতে লিগ ফের শুরু হয়েছে। শুরুর পথে বুন্দেসলিগাও। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল কবে শুরু হবে, এ নিয়ে অবশ্য রয়েছে সংশয়। তবে লিগ যখনই শুরু হোক, ক্লাবগুলোর সুবিধাই হবে ফিফার নতুন আইনে।

আগামী রবিবার দুপুরে লিগের ভাগ্য নির্ধারণ হবে। যদি লিগ ফের শুরু করার সিদ্ধান্ত হয়, তাহলে ক্লাবগুলো চাইলে পাঁচজন খেলোয়াড় বদল করার সুযোগ পাবে। জাতীয় দলের কোচ ডে সুবিধাই দেখছেন তাতে, ‘ক্লাবগুলোর সুবিধা হলো। তারা এখন আগের চেয়ে বেশি খেলোয়াড় ঘুরিয়ে-ফিরিয়ে খেলার সুযোগ করে দিতে পারবে। এতে করে যারা সাইড বেঞ্চে বসে থাকবে তাদের জন্য ভালো হয়েছে। জাতীয় দলও এতে করে উপকৃত হতে পারবে।’

শেখ রাসেল কোচ টিটুও ইতিবাচক দৃষ্টিতে দেখছেন নিয়মটিকে, ‘নতুন আইনে ক্লাবগুলোর জন্য ভালোই হবে। দেখা যাবে কোনও দল একটু পিছিয়ে আছে, খেলোয়াড়দের কেউ কেউ ক্লান্ত হয়ে পড়েছে, তখন বদলি খেলোয়াড় বেশি নামাতে পারলে সেই দলটি চাঙ্গা হয়ে যাবে। এছাড়া পাঁচজন খেলোয়াড় বদলি খেলতে পারলে তখন সবারই লাভ হবে।’

সর্বশেষ