।।ফিরে এসো।।
একেএম শামীম আহমেদ
ফিরে এসো সকল ব্যস্ততা শেষে
আমাদের আসর প্রণবন্ত কর ফিরে এসে।
কবিতাগুলো সুন্দর হউক তোমার স্পর্শ পেয়ে
কবির হৃদয় তৃষ্ণা মিটাক চোখ তুলে চেয়ে।
ফিরে এসো নিবিড় নিস্তব্ধতা পেরিয়ে
বিদীর্ণ সময় গুলো দু’পায়ে মাড়িয়ে।
চঞ্চল কোন এক দুপুরে তপ্ত দাহ ছাড়িয়ে
তুমি ফিরে এসো সমস্ত বেদনা পুঁড়িয়ে।
হউক সূর্যের সাথে আলোর ছাড়াছাড়ি
গহীন অন্ধকারে পৃথিবী দেয় যদি পাড়ি।
তুমি ফিরে এসো সন্ধ্যা শেষে লয়ে স্বপ্নের ফেরী
প্রদীপ জ্বালিয়ে দিও হে আলোর দিশারি।
ফিরে এসো তুমি নির্জন কোন রাতে
ফিরে এসো রজনী গন্ধার সুবাস হাতে।
বিনিদ্র চক্ষু মিটাবে অন্তীম ঘুমের বাসনা
তুমি ফিরে আস যদি হে প্রিয়তমা।
তুমি ফিরে এসো ডুবে যাওয়া আলোতে
স্নিগ্ধ কোন এক সকালে সূর্যের বুক জুড়ে।
পাখিদের কলরবমূখর একটি সকালে
তুমি ফিরে এসো সমস্ত ব্যস্তাতা শেষে।
ফিরে এসো তুমি একটি কবিতা হয়ে
ঠোঁটের তিলকে হাজারো কাব্য লয়ে।
ফিরে এসো প্রথম দেখা সেই চশমার ফ্রেমে
যেথায় এসেছিলো নিঃস্বার্থ প্রেম নেমে।
তুমি ফিরে এসো সমস্ত ব্যস্ততা শেষে
ফিরে এসো আমার এই আসর ভালোবেসে।
জীবনের সমস্ত গ্লানিটুকু মুছে দিয়ে
ফিরে এসো স্বর্গ বুকে নিয়ে।