শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

ফুটবলের প্রথম বিলিওনিয়ার রোনালদো

Facebook
Twitter

স্পোর্টস ডেস্ক।।

বিত্তবান খেলোয়াড়দের তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদো থাকবেন, এটা নিশ্চিতই। তবে বিত্তবানদের তালিকায় পর্তুগিজ যুবরাজ নিজেকে এমন এক অবস্থানে নিয়ে গেছেন। যেখানে পৌঁছাতে পারেনি আর কোনও ফুটবলার। প্রথম ফুটবলার হিসেবে বিলিওনিয়ারের তালিকায় নাম লিখিয়েছেন তিনি।

এই বছরের সর্বোচ্চ উপার্জনকারী ১০০ তারকার তালিকা প্রকাশ করেছে ফোর্বস। এর মধ্যে ২০জন পুরুষ ক্রীড়াবিদের তালিকায় রোনালদোর অবস্থান দুইয়ে।

১০৬.৩ মিলিয়ন ডলার নিয়ে শীর্ষে আছেন রজার ফেদেরার। তার পরেই আছেন রোনালদো। যেখানে এই বছরে তার আয় হয়েছে ১০৫ মিলিয়ন ডলার। এই অর্থ নিয়ে রোনালদোর আয় ছুঁয়েছে বিলিয়ন ডলারে। মেসি আছেন এর পরেই। তার অর্জন ১০৪ মিলিয়ন ডলার।

অবশ্য লকডাউনে সর্বোচ্চ উপার্জনকারী ক্রীড়াবিদ কিন্তু রোনালদোই। এই সময়ে শুধুমাত্র ইন্সটাগ্রামেই তার আয় হয়েছে ১.৯ মিলিয়ন পাউন্ড।

ক্রীড়াবিদদের মধ্যে রোনালদোর আগে এই বিলিওনিয়ারের তালিকায় নাম লিখিয়েছেন গলফ কিংবদন্তি টাইগার উডস ও বক্সার ফ্লয়েড মেওয়েদার।

জনপ্রিয়