সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
Menu
Menu

ফুটবলের মত সেনাবাহিনীতেও সেরা মিন

Facebook
Twitter

স্পোর্টস ডেস্ক।।
নিয়মানুযায়ী দক্ষিণ কোরিয়ায় প্রতিটি পুরুষ নাগরিককে দুই বছরের জন্য বাধ্যতামুলকভাবে সেনাবাহিনীতে ট্রেনিং কোর্স করতে হয়। ফুটবল মাঠের মত সেনাবাহিনীতেও সেরার পুরস্কার জিতলেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহাম হটস্পারের দক্ষিণ কোরিয়ান খেলোয়াড় হিউং মিন-সন।

২০১৮ এশিয়ান গেমসে সনের নেতৃত্বে দক্ষিণ কোরিয়া স্বর্ন পদক জয় করে। যে কারণে সে বছর সেনাবাহিনীর কোর্স সম্পন্ন করতে পারেননি তিনি।

কিন্তু করোনা ভাইরাসের কারণে ইপিএলের খেলা স্থগিত হয়ে যাওয়ায় দেশে ফেরত আসার পর সেনাবাহিনীতে ট্রেনিং কোর্সটি করেন সন। তবে ফুটবলার হওয়ায় দুই বছরের পরিবর্তে তার ট্রেনিং এর মেয়াদ হয় তিন সপ্তাহ।

তিন সপ্তাহে সেনাবাহিনী ট্রেনিং কোর্সে ১৫৭ প্রশিক্ষণার্থীদের মধ্যে সেরার পুরস্কারই জিতেছেন সন।

সেনাবাহিনীর এক কর্মকর্তার বক্তব্য দিয়ে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, সেরা পারফরমেন্সের কারণে পাঁচ ধরণের পুরস্কারের মধ্যে ‘পিলসাং’ পুরস্কার জিতেছেন মিন।

ট্রেনিং শেষ হলেও, আগামী ৩৪ মাসের মধ্যে ৫৪৪ ঘণ্টা সামাজিক সেবা দিতে হবে ২৭ বছর বয়সী মিনকে।

২০১৫ সাল থেকে টটেনহামে খেলছেন উইঙ্গার মিন। এখন পর্যন্ত ১৫১ ম্যাচে ৫১টি গোল করেছেন তিনি।

জনপ্রিয়