স্পোর্টস ডেস্ক।।
নেইমার নিজেকে কিছুটা দুর্ভাগা ভাবলেও ভাবতে পারেন। ছন্দহীনতা কাটিয়ে যেই ফরমে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন, তখনই করোনা ভাইরাসের কবলে পড়লো ফুটবল বিশ্ব।
এরই মধ্যে ফরাসি লিগ শেষ হয়ে গেলেও বাকি সব টুর্নামেন্টের জন্যে ভালোই প্রস্তুতি নিচ্ছেন বলে জানালেন পিএসজি তারকা।
সম্প্রতি নিজের ওয়েবসাইটে তিনি বলেন, ‘ক্লাবের মতো এখানেও একই নিয়মে কঠোর পরিশ্রম করছি। আসলে খেলা না থাকায়, এর অভাব পূরণের জন্য আরো কঠোর অনুশীলন করছি। লক্ষ্যটা হলো, সময় হলে সঙ্গে সঙ্গে যেন ক্লাবের কাজে ফিরতে পারি। তখন আমি যেন নিজের সেরা অবস্থায় থাকতে পারি।’