সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

ফেরার দিনে আর্সেনালকে উড়িয়ে ম্যানসিটির শুভ সূচনা

Facebook
Twitter

স্পোর্টস ডেস্ক।।

গুনে গুনে ১০০ দিন পর ফের মাঠে গড়াল ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)। ফেরার দিনেই মুখোমুখি হয়েছিল ইপিএলের বড় দুই দল আর্সেমাল ও ম্যানচেস্টার সিটি। লড়াইয়ে বেশ বড় জয় পেয়েছে ম্যান সিটি। প্রতিপক্ষ আর্সেনালকে একপ্রকার উড়িয়ে দিয়ে শুভ সূচনা করেছে তারা।

দর্শকশূন্যর মাঠে ম্যাচ শুরুর আগে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দুই দল। প্রথমে করোনায় প্রাণ হারানো মানুষদের জন্য নীরবতা পালন করা হয়। এরপর যুক্তরাষ্ট্রের কৃষাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুতে হাঁটু গেড়ে প্রতিবাদ জানায় দুই দল। এছাড়া দুই দলের খেলোয়াড়রা ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লেখা জার্সি পরে মাঠে নেমেছিলেন।

বড় দুই ক্লাবের লড়াইয়ে প্রত্যাশা মাফিক তেমন কোনো উত্তেজনা ছিল না। বেশ হেসে খেলে আর্সেনালকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। দলের হয়ে একটি করে গোল করেছেন রহিম স্টারলিং, কেভিন ডি ব্রুইন ও ফিল ফোডেন।

আর্সেনালের ব্রাজিলিয়ান ফুলব্যাক ডেভিড লুইজের ভুলে প্রথমার্ধের অতিরিক্ত মিনিটে লিড নেয় ম্যানসিটি। মাঝমাঠ থেকে বাড়ানো বল ফেরাতে গিয়ে তার হাঁটুতে লেগে বল চলে যায় স্টারলিংয়ের কাছে। ফাঁকা জায়গায় দাঁড়িয়ে সময় নিয়ে ডানপায়ের জোরাল শটে বল জালে পাঠিয়ে দেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই স্পট কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ডি ব্রুইন। এখানেও সিটিকে সুযোগ করে দেন লুইজ। ডি বক্সের ভেতরে সিটির রিয়াদ মাহারেজকে ফাউল করে লাল কার্ডও দেখেন তিনি।

আর্সেনালের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ফোডেন। গোলপোস্টে অ্যাগুয়েরোর শট ফিরে আসার পর ফিরতি শটে বল জালে পাঠান তিনি। ফলে করোনা পরবর্তী সময়ে মাঠে ফিরে বেশ বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্য্রা।

ইপিএলে ২৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে ম্যানসিটি। সমান ম্যাচে ২৭ জয়ে ৮২ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে মোহাম্মদ সালাহ, সাদিও মানেদের লিভারপুল।

জনপ্রিয়