আন্তর্জাতিক ডেস্ক।।
আইসোলেশনে থাকা আইভোরি কোস্টের প্রধানমন্ত্রী আমাদো গন কুলিবালির শরীর চেকআপের জন্য ফ্রান্সে নেয়া হয়েছে। শনিবার তাকে ফ্রান্সে নেয়া হয়েছে বলে রোববার প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়।
করোনাভাইরাসে সংক্রমিত হয়ে থাকতে পারেন সন্দেহে গত মার্চ থেকে আইসোলেশনে ছিলেন আইভোরি কোস্টের এই প্রধানমন্ত্রী। আগামী অক্টোবরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার কথা রয়েছে কুলিবালির।
বিবৃতিতে বলা হয়েছে, শনিবার প্রধানমন্ত্রী আমাদো গন কুলিবালির শরীর চেকআপের জন্য ফ্রান্সে নেয়া হয়েছে। তবে দেশটির এই প্রধানমন্ত্রীর শরীরের বর্তমান অবস্থা কি সেব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি।
গত মাসে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হামেদ বাকাইয়োকো করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেন তিনি। বর্তমানে আমাদো গন কুলিবালির অনুপস্থিতিতে অন্তঃর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে প্রতিরক্ষামন্ত্রী হামেদ দায়িত্ব পালন করবেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।
দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন রাজনৈতিক দল আরএইচডিপির প্রার্থী হিসাবে আমাদো গন কুলিবালির নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট আলাসানে ওয়াত্তারা।
পশ্চিম আফ্রিকার এই দেশটিতে এখন পর্যন্ত এক হাজার ৩০০ জন করোনা আক্রান্ত হয়েছেন; যা পশ্চিম আফ্রিকায় একক কোনো দেশে সর্বোচ্চ। এছাড়া মারা গেছেন অন্তত ১৫ জন। সূত্র-রয়টার্স।