শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

ফ্লয়েড হত্যা নিয়ে যা বললেন বুশ

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।
যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে শ্বাসরোধে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ। এই হত্যার কারণে যুক্তরাষ্ট্রে চলমান বিক্ষোভে দমন-পীড়নের ব্যাপারেও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।

বিষয়টি জানিয়ে আজ বুধবার সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট। খবরে বলা হয়েছে, যারা আফ্রিকান-আমেরিকান তরুণকে টার্গেট করে হত্যা করেছে, বুশ তাদের নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে জর্জ ফ্লয়েড হত্যাকারীদের বিচারের দাবিতে যারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছেন, তাদের সমর্থনও দিয়েছেন।

জর্জ ফ্লয়েড হত্যার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জর্জ ডাব্লিউ বুশ বলেছেন, এখন বক্তৃতা দেওয়ার সময় নয়, এখন সময় কথা শোনার।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, এটি মর্মাহত হওয়ার মতো ব্যর্থতা হিসেবে রয়ে গেছে যে, অনেক আফ্রিকান-আমেরিকান, বিশেষ করে তরুণ আফ্রিকান-আমেরিকানরা তাদের নিজেদের দেশেই হয়রানি ও হুমকির শিকার হচ্ছে।

জনপ্রিয়