রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

বরগুনায় করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু, যেতে পারলেন না হাসপাতলে

Facebook
Twitter

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনা সদরের থানা পাড়া এলাকায় করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির হয়েছে। সোমবার রাত সাড়ে বারোটার দিকে তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার(২১ জুন) রাত এগারোটার দিকে অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার জন্য এম্বুলেন্স খবর দেওয়া হয়, কিন্তু করোনা আক্রান্ত গুঞ্জন শুনে ড্রাইভার চলে যায়। পরবর্তীতে পিপিই পড়ে আর একজন ড্রাইভার আসে, কিন্তু কোন একটি কারণে সেও চলে যায়। এরপর ঘটনাস্থলে পুলিশ আসে, এবং তারা ডাক্তার আনার ব্যবস্থা করার কথা বলে। এর প্রায় আধা ঘন্টা পরে একজন স্বাস্থ্যকর্মী আসেন, তিনি তার উপরস্থ কর্মকর্তাদের ফোন দিলে, এম্বুলেন্স ও ডাক্তার ঘটনাস্থলে আসেন। কিন্তু রোগীকে এম্বুলেন্সে তোলার আগেই তিনি মারা যান।

রাত এগারোটা থেকে বিভিন্ন জায়গায় কল দিয়ে রোগীকে হাসপাতালে নেওয়ার জন্য কোন এম্বুলেন্স পাওয়া না গেলে, ভ্যানে করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু সে সেক্ষেত্রেও ভ্যানচালক রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার ক্ষেত্রে অপারগতা জানিয়েছেন।

জনপ্রিয়