গোলাম কিবরিয়া, বরগুনা।।
থানায় জিডি করার কারণে সাইফুল ইসলাম নামের এক ফার্মাসিস্টকে পরিকল্পিতভাবে ইট দিয়ে মাথা ফাটিয়ে ফেলেছে বরগুনা সদর উপজেলার বাবুগঞ্জ এলাকার ইব্রাহিম হোসেন মুন্না নামের এক যুবক ও তার মা হাওয়ানূর বেগম। ফার্মাসিস্ট সাইফুল কে হামলার ঘটনায় ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাবুগঞ্জ বাজারের ব্যবসায়ীরা বুধবার (১০ জুন) সকাল ১১ টার দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে বিক্ষোভ করেছে।
গত মঙ্গলবার (০৯ জুন) দুপুর আড়াইটার দিকে বাবুগঞ্জ বাজারে সাইফুলের ঔষধের দোকানের ভিতরে ঢুকে এ হামলা চালানো হয়। ঘটনায় ফার্মাসিস্ট সাইফুল ইসলাম গুরুতর আহত হয় এবং আহত অবস্থায় তাকে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় বাবুগঞ্জ ফাঁড়ি পুলিশ হাওয়া নূর বেগম ও তার ছেলে ইব্রাহিম হোসেন মুন্নাকে আটক করেছে।
এ ঘটনায় বাবুগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক রনজিত কুমার সরকার বলেছেন, হাওয়া নূর ও ইব্রাহিম হোসেন মুন্না নামের দুজনকে ঘটনাস্থল থেকেই আটক করে বরগুনা সদর থানায় প্রেরণ করেছি। এ ঘটনায় সাইফুলের শশুর এনামুল হক মৃধা বাদী হয়ে একটি অভিযোগ পত্র দাখিল করেছেন সেই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে তাদেরকে কোর্টে পাঠানো হয়েছে।